আল্লামা মনিরুজ্জামান সিরাজী রহঃ
আব্দুর রহীম হাজারী

বি বাড়িয়ার মহান নেতা
মনিরুজ্জামান সিরাজী,
তিনি ছিলেন এই জগতে
মোদের বীর সেনানী।

ইতিহাস ও ঐতিহ্য মোরা
তাঁর কাছে শুনি,
ইতিহাসবিদ ও মুফাস্সির তিনি
সর্বগুণে গুণী।

বাতেলের আতঙ্ক ছিলেন তিনি
বলতেন হক কথা,
তাঁর বয়ানে শুরু হতো
বাতেলের মাথা ব্যথা।

ইসলামের ঐ মর্মবাণী
শুনাতেন তিনি সর্বদা,
পরকালে জান্নাত দাও তাঁকে
ওগো মোদের খোদা।