আজকের শিশু
আব্দুর রহীম হাজারী
আজকের শিশু আগামী দিন
গড়বে সোনার দেশ,
দূর করিবে আঁধার কালো
ফুটবে আলো বেশ,
জীবন বাজির লড়াই করে
রাখবে দেশের মান,
শিক্ষা নিয়ে গড়বে জাতি
ছড়াবে সে জ্ঞান।
সঠিক শিক্ষা পেলে শিশু
দূর করিবে ভয়,
দ্বীন ইসলামের শিক্ষা নিয়ে
বিশ্ব করবে জয়।
মায়ের কোলের শিশু যখন
শিক্ষা ভালো পায়,
সেই শিশুটি সঠিক জ্ঞানের
ফুল ফুটিয়ে যায়।
আজকের শিশু আগামী দিন
জাতির কর্ণধার,
একদিন সে যে কাঁধে নিবে
দেশ ও জাতির ভার।