শরতের দোলনা
আব্দুল মান্নান মল্লিক
পাখির গানে রবির হাসি,
আকাশ ভরা আলো।
মন চঞ্চল আলো ঝলমল,
লাগছে বেজায় ভালো।
থাকব না কেউ বদ্ধ ঘরে,
আয়রে ছুটে আয়।
ঘাস-শীর্ষে আলোক হাসে,
শরতের গান গায়।
নদীর চরে পতিত মাঠে,
হারিয়ে যায় মন।
যেদিকে চায় ফুলে-ফুলে,
শুভ্র কাশবন।
শাপলা ফোটে খালে-বিলে
পদ্ম পুকুর জলে।
নানা রঙের ফুল ফুটেছে,
টবে কেউ স্থলে।
পাকা দিনের রঙ ফুটেছে,
ওই যে বারবেলা।
কখন আমি হারিয়ে গেছি,
সাজিয়ে মেঘের ভেলা।