পথ কুড়িয়ে সাজাতে ভালোবাসি
কবিতা লিখার শখ আমার ছেলেবেলা থেকেই ছিল, কিন্তু কোথায় লিখব! জায়গা না পেয়ে মনের কোনো এক কোণে হারিয়ে ফেলতাম। কখনো বাদ পড়া খাতার টুকরো পাতায় দু-চার লাইন লিখে বন্ধুদেরকে দেখাতাম, পরক্ষণেই আবার ছিঁড়ে ফেলতাম। এর মধ্যেও তখন আমি বেশ আনন্দ পেয়েছি।
যায় হক সে অনেক পুরোনো কথা! ইদানিং হাতে পেলাম ইনটারনেট। গুগল সার্চ করে বেশ আনন্দ উপভোগ করি। দেখতে পাই কবিতা লিখার বিভিন্ন জায়গা। সংসারের নানা রকম চাপের মধ্যে থেকেও কিঞ্চিত মাত্র সময়ের ফাঁকেও চুপ থাকতে পারলাম না। তাই ছড়ানো ফুল গুছিয়ে মালা গাঁথার মতো, মনের আনাচে কানাচে পড়ে থাকা কথাগুলোকে কুড়িয়ে ফুলের মালার মতো সাজাতে শুরু করি।
চলতি দুই হাজার পনেরো (2015) সালের প্রথম মাস হইতে শুরু করি কবিতা লিখা। আপনারা পড়তে চাইলে এখানেই, অর্থাৎ (বাংলা কবিতা) কবিতাগুলো পড়তে পারেন। আশির্বাদ করবেন, আরও ভাল কবিতা লিখে আপনাদেরকে আনন্দ দিতে পারি।
আপনারা সকলেই ভাল থাকবেন, এই কামনা করি।