স্বরচিত
শুভ নববর্ষ
সাজিয়ে রাখি বরণডালা তোমার অপেক্ষা করি।
তাড়াতাড়ি এস এবার কর না আর দেরী।।
উঁকি মেরে দেখছ কেন আমরা কেমন আছি।
এইতো সবে হয়েছি আজ তোমার কাছাকাছি।।
হিমের ছোঁয়া লাগে যদি ভয় করছ তাই।
মিলেমিশে থাকব মোরা হিমকে ভয় নাই।।
আনন্দে আজ মাতোয়ারা ধরাধামের মাঝে।
আসবে কেমন করে তুমি দেখবো নতুন সাজে।।
ভাঙবে কখন সুপ্তি তোমার তাকিয়ে আছি সবে।
ভাবছ তুমি আসবে তখন? যখন বারোটা হবে।।
ডাকবে যখন ভোরবেলাতে কিচিরমিচির পাখি।
কেমন করে বন্ধ রাখবে তোমার দুটি আঁখি।।
দূর করে দাও গ্লানি যত ঘোমটা দাও খুলে।
প্রভাতকালে দেখবে তোমায় নানা রঙের ফুলে।।