বৃষ্টি ভেজা ফুল
আব্দুল মান্নান মল্লিক
কিবা সকাল দুপুর বিকাল
মেঘের ঘনঘটা।
বর্ষাকালে গড়িয়ে আকাশ
বৃষ্টি ফোটা-ফোটা।।
খালে বিলে শাপলা ফোটে
পদ্ম তার কাছে।
চোখ জুড়ানো মন ভুলানো
পাড়ের গাছে-গাছে।।
বর্ষা দিনের ফুলের শোভন
কদম্ব কেতকী।
টগর ফোটে কামিনী ফোটে
নাম না জানা কতকি।।
ডোবা মানাই কলমি ফুলে
হেলেঞ্চা ধারে-ধারে।
চোখ ধাঁধানো কুমড়ো ফুল
ঘাসফুলে মন কাড়ে।।
কলাবতী টগর নয়নতারা
বাড়ির আশেপাশে।
গন্ধরাজ আর দোলনচাঁপা
ছড়িয়ে সুবাসে।।
কোথাও ফোটে শিয়ালকাঁটা
পতিত ঝোপে-ঝাড়ে।
কোথাও ফোটে নলখাগড়া
জঞ্জাল জলা-ধারে।।
পত্রে-পত্রে লুকিয়ে কোথায়
কাঁঠালচাঁপার ঘ্রাণ।
যেদিকে চায় রঙের বাহার
জুড়িয়ে যায় প্রাণ।।