বিপ্লব জানেনা  নিয়ম শৃঙ্খল, জানেনা নিউটন,
আর নিউটনের দ্বিতীয় সূত্র অথবা বৈজ্ঞানিক সমীকরণ, অথবা প্রাকৃতিক অনুশীলন, বাতায়ন।
কেবলি জানে ক্রমশ বেড়ে যাওয়া, ভূগর্বের
টেকটোনিক প্লেটের মতো  কম্পন,
আর স্রোতস্বিনীর স্নিগ্ধ পাড়ের মতন ভাঙন।

বিপ্লব জানেনা ভবিষ্যৎ, কেবলি বর্তমান!
পরোয়া করেনা বুলেটর বৈজ্ঞানিক ক্ষমতা
টিয়ারশেলের জ্বাজালো আগ্রাসন,
গ্রেনেডের আঘাতে ক্ষতবিক্ষত মগজ, আর, রক্তে
ভেজা শার্ট জনতার। বুলেটের ফুটো করা ললাট।

বিপ্লব পরোয়া করেনা হিমোগ্লোবিনের বাতায়ন,
বেড়ে যায় বেওয়ারিশ, বন্যপ্রাণীর খাবার,
বেড়ে যায় রক্তের গন্ধের মাদকতা, মৌনতা;
কেবলি বুঝে নিউরনে  জোকের কামড়, উন্নত শির।

বিপ্লব জানেনা লাশের হিসাব, আর্তনাদ,
জানেনা নতজানু, কেবলি বরবাদ।

ইতিহাস তোয়াক্কা করেনা, বুঝে বিদ্রোহ, মিছিল,
স্লোগানে স্লোগানে কথোপকথন, আর বুঝে গরমিল।

বিপ্লব মানে সাময়িক একতা, শক্তিশালী হয়;
পরমাণু বোমার বৈজ্ঞানিক শক্তি বিপ্লবে কিছু নয়।
বিপ্লব মানে স্বাধীনতা নয়,
শকুনের শাসনের অবসান হয়,
শকুনেরা থেকে যায়,
পুরাতন আর নতুন শকুন ওত পেতে রয়।

আবারো নতুন শকুনের শাসন শুরু হয়,
আপন নিয়মে। নতুন ভঙ্গিমায়,
ইতিহাস তৈরি হয়, ইতিহাস বিকৃতি হয়,
ধ্রুবতারাদের খুব মৌনতায়।

৩১/৮/২০২৪