তুই দুরে থাকিস যখন,
আমার পাঠানো ডাক পিয়ন।
ফেলে রাখিস ভেবে অপলাপ
বুঝিসনা ভালবাসার  ছয়লাপ।

বুঝিসনা আমার ভালবাসা, অসুখ,
তুই যে আমার স্বপ্নচারী ময়ূখ।
আঁধারে আলোর আলপিন,
হাসিতে তর, আমার বসন্তদিন।

তুই আমার খুব কাছের কেউ,  সোলম্যাট!
আমার কবিতা তুই, কবিতার  কাপলেট।
তর জন্য থতমত ভালবাসা, আমার ভোলা মন!
নির্বাক চেয়ে থাকা, ভুল কিছু শব্দ চয়ন।
হয়ে আছে ভালবাসা ভরপুর,
ছিঁড়ে ফেল তর অভিমানের ঘোর।