কবিতা, যখন মাথায় ডুকে তখন প্রসব যন্ত্রণা শুরু হয়। তারপর আদরের স্পর্শ দেওয়ার জন্য হাত গজায়, হাটার জন্য পা।
দুঃখ কষ্টে কাঁদে, আনন্দে হাসে
কবির জীবন খায়
আস্তে আস্তে বড় হয়, বড় হতে হতে আকাশ ছুয়__
এক সময় নুয়ে পড়ে; যেমন বরই ফল
কবিতা, প্রেমিক খায় আবার প্রেমিকা খায়
প্রনয় খায় বিরহ খায়।
কবিতা একসময় কবির আস্ত জীবন গিলে ফেলে।