বুলেট আর মাংসের সংঘর্ষে ছিন্ন হয় অধিকার, বেরিয়ে যায় শরীর, রক্ত মাংস শির। গ্রেনেডের বৈজ্ঞানিক শক্তিতে গণতন্ত্রের আঙুল আর মাংসের টুকরোতে তৈরি হয় রাজপথ, কীটপতঙ্গ আর পিপড়ের খাবার। নিরস্ত্রের রক্তে ফ্যাকাশে হয় স্বাধীনতা, কালো পিচের রাজপথ । হসপিটালে বেওয়ারিশের গন্ধ বাড়ে। লাশের সার্টিফিকেটে শেষ হয় কলমের কালি। আর্তনাদ বাড়ে; হাহাকার বাড়ে সন্তান হারা মায়ের, বাপের। ভাই হারা বোনের, ভাই এর। এসব কিছু না। কেননা সভ্যতার ইতিহাস তৈরি হয় বক্রাকার, যেমন স্বৈরাচার!
এসব ওসব কিছুইনা, এসবের জন্য কান্না আসে না। সবি সস্তা ___ দামি হচ্ছে মেট্রোরেলের কালি মাখা পিলার, বিআরটিসি বাসের ভাঙা গ্লাস, পুরে যাওয়া সিট ইত্যাদি ইত্যাদি।
আচ্ছা রাজাকারের সংজ্ঞা কি?
২৯/৭/২০২৪