কুন কুন, ফায়া কুন!
আমি এসেছি সাত আসমান পেরিয়ে,
উল্কা,নীহারিকা, গ্রহ আর নক্ষত্র ছাড়িয়ে।

আমার বাসস্থান ছিল, ধ্বংসস্তুপ ছিল, পঁচাইঁদুরের গন্ধের মত আবর্জনা ছিল, আমি রক্ত মাংস খেয়েছিলাম, আমি এসেছি রক্তমাংস ফেড়ে!
আল্লাহু আকবার, আল্লাহ আকবার, আল্লাহু আঁকবার।
আমাকে জুড়ে দেওয়া হয়েছে জন্ম, মৃত্যু, প্রনয়, বিরহ, রক্ত, মাংস। আমার সাথে ছিল শূন্যতা,
আর পেয়েছিলাম কিছু নির্ভরশীলতা।
আমাকে দুটি পথ দেখানো হয়েছিল
আর দেওয়া হয়েছে স্বাধীনতা।
আমাকে জুড়ে দিয়েছে সীমাহীন সীমাবদ্ধতা, নশ্বর কাঠামো দিয়ে।
আমার স্বাধীনতা একদিন নির্দিষ্ট করবে-
ইসরাফিলের ফুকের আগের বাসস্থান,
হয় সিজ্জিল নয় সিজ্জিন।

ফায়া কুন, কুন কুন, ফায়া কুন!