ক্ষুধা! কেঁদে উঠে ক্ষুধায় ! নিশ্চুপ ক্ষুধার্ত তবু,
পৃথিবীর দৈর্ঘ্য মাপে হুতাশে!
বেজন্মা, বেজন্মাই চিরকাল, অস্থিমত্তা উজাড় করে
গন্ধ শুকে ফুল, তবুও মড়কের সাধ নেয়!!
চোখের ভিতরে গর্ত, তার ভিতরেও গর্ত
শর্ত যোগ্য চাওয়া পাওয়া !
খেয়ে ফেলেছে আটলান্টিক ,প্রশান্ত
পানি,কাদা,বালি, মনি মুক্তা, হিংস্র-অহিংস্র, মৎস্যকুল সহ সব
লোনা জলে ভরে উঠবে ফের!!
শোষকের দল, জানওারের দল আবার তা খেয়ে ফেলবে
একদম খেয়ে ফেলবে,
হাসির চিৎকারে কম্পিত হবে
আমি ওই কম্পন শুনতে চাইনা
আমাকে মেরে ফেলো , আমি হত্যা হতে চাই
আত্মহত্যা করতে চাইনা!
সমন জারি দিনভর,রাতভর আন্দলন
কারসাজিতে নষ্ট এপিঠ-ওপিঠ
বক্ষ খোলা, ভেঙ্গে ফেলেছে তালা
নষ্ট ডাইনির খাই খাই আর্তনাদ,
হাত বাড়িয়ে ভিক্ষার থালা।
অবিরাম হাঙ্গামা, শব্দহীন আবদার
কষ্টের খওয়ারে বন্ধি!
খোলা আকাশে শিলা বৃষ্টির আঘাত
ঝলসানো শরীর আর এক বেথার পয়গাম
মনের ভিতরে ক্ষত ,
শত শত ফোটা ফুটে উঠে জমা এক লাল জলরাশি