একটা মিষ্টি ডাকাত এসেছে,
তার ভাষায়,
যার বাসায়
সে দেখেই হেসেছে।।
ডাকাতের আপ্যায়নও যথেষ্ট হয়েছে
লুটপাট করবে জেনেও গিরাস্ত হাসি মুখেই রয়েছে।।
ডাকাতি!
তার মুখে মুখ রেখেছে নষ্ট মনের দুষ্ট লোক
শরীর জুরে খুজে বেড়ায় নষ্ট প্রেমের নগ্ন সুখ।।
লুট পাটের সংসার লইয়া হাহাকারে বুক ফাটায়
কাম যাতনার বিরাম শেষে বিবেকের প্রশ্ন দাঁড়ায়
হায় হায় অঙ্গ আমার সঙ্গ দোষে বিকালঙ্গ
মনের শিবিরে আপন ঝড়ে সত্য প্রেমের ছত্রভঙ্গ।।
তাজা ফুলের বাসি সুবাস নষ্ট হলো ফাগুণ হাওয়া
প্রেম নামের তাবিজ দিয়া পূর্ণ করল কামুক চাওয়া।।।