লাখো শহিদের রক্তে কেনা যে দেশ
তর্জন, রক্তচক্ষু করে দেবে নিঃশেষ?
একাত্তর থেকে আজকাল
বিপ্লব যে তরুণের রক্তে বহে
লাল-সবুজে কপাল জড়ানো
সাহসী যুবারা সর্বহারা সময় কতকাল সহে?
ষড়যন্ত্রের ডানা ছড়াবে যে যতবার  
মতিউর-মুন্সি রউফের কৌশল ফিরবে বারবার।