আজ আবারো রাজপথে লোহু ঝরেছে
রাজপথে আল্পনা এঁকেছে
আমার ভাইয়ের রক্ত।
না, না, ভেবে করোনা ভুল
হরতাল নয় আন্দোলনও ছিলো না একচুল।
ওরা শিক্ষানবিশ, ছুটির ঘন্টা বাজার পর
রাজপথে দাড়িয়ে ছিলো গণপরিবহনে, জনদুর্ভোগ পোহাবে বলে।

ওদের চক্ষু ছিলো স্বপ্নময়
আমরাই আগামীর কর্ণধার ছিলোনা সংশয়
অতঃপর সাদাকালো চক্ষুগুলো ধূসর হলো
বাহনটাও ঘাতক হলো
সাদাকাপড়ে ঘুম পাড়িয়ে
স্বপ্নগুলো মলিন হলো।

কেমন যেন অন্ধ হচ্ছে সব
ওরা দেখছে না রাজীবের বিচ্ছিন্ন হাত
ওরা দেখছে না আমার বোনের সর্বনাশ
ওরা দেখছে না গণপরিবহনে ধর্ষকের নগ্নউল্লাস।

বাস চাপায় নিহত শিক্ষার্থীদের আত্মা
চিৎকার করে বলছে ওই-
দাবি মোদের একটাই
সব ঘাতকের ফাঁসি চাই।

রূপনগর, মিরপুর।