দূর থেকে দেখছি তোমায়
আমার অজানায়।
চোখের পাতায় মিশে গেছে,
তোমার ছবি পুরোটাই।

শত দিকে আগন্তক রংধনু
তোমার চোখের কিনারায়।
তোমার থেকে বর্ষ দূরে,
লুকিয়ে রাখবো তোমায়
আমার ই কবিতাই।

তোমার-জন্য আনতে পারি
শুকতারার মালা।
তুমি চাইলেই,দিতে পারি
হাজার ও ভালবাসা।

বুকের পাশে রাখবো তোমায়
আমার ই অন্তরাই।
সারাটি জীবন সাজাবো আমি
সুখের ই ছায়ায়।

তবে কী তুমি হবে !
জোসনা রাতের আলো?
জরিয়ে ধরে বলবে !
আমায় ভালোবাসো?