২০ বছরে পা ফেলিয়া
দেখিলাম যত কান্ড
কোথাও না পাইলাম খুজে
মনের মত গন্তব্য

জীবন যখন করিলাম শুরু
সঙ্গে কিছু নাইবা ছিল
দিন যত দীর্ঘ হইল
হারাইলাম আমি যত কিছু।

খালি পকেটে ঘুরিলাম শহর
তেপান্তরের পথ।
পথশেষে পাইলাম আমি
অচেনা এক রথ ।

লেখক:আব্দুল্লাহ মাসুদ
ইমেইল: abdullahalmasud7878@gmail.com
ঠিকানা: ময়মনসিংহ