এ জীবন যেন নদীর মত
বয়ে চলে ধীর,  

উত্থান-পতনে ভরা পথ  
খুঁজে চলে সুখের ঘর।

কখনো হাসি, কখনো কান্না  
তাই নিয়ে বেঁচে থাকা,

পার্থিব মায়া, ক্ষণিকের সুখ
তবু ফেলে যেতে হয়
অজানা দূর।

খুঁজে বেড়ানো,সুখের খোঁজে
যতই করি দৌড়,  

দিনশেষে মিলে না তো
সুখের কোন খোঁজ ।