অকুল এই নদীর তীরে,পাল তুলিলাম
মাঝির সুরে।

সময়ের এই ব্যাকুল স্রোতে, ভাসালাম গা
সমুদ্রের জলে।

আকাশের ওই জমা মেঘে, লিখলাম নাম
বৃষ্টিতে ভিজে।

পাহাড়ের ওই চূড়া ঘেঁষে, উড়ালাম ঘুড়ি,
স্বপ্ন দিয়ে।

কবিতার ওই ডায়েরী জুড়ে, লিখলাম বাক্য
তোমার নামে।