স্বাধীনতা সেই বিজয়ের পোস্টার
যার সাথে মিশে আছে,
হাজারো শহীদ মায়ের
বুকফাটা হাহাকার।
স্বাধীনতার সেই রক্তে ভেজা দেয়াল
যার ওপ্রান্তে লেগে আছে
হাজারো বেদনার দীর্ঘ ইতিহাস।
স্বাধীনতা সেই লম্বা দীর্ঘশ্বাস
যার নিচে চাপা পড়ে আছে
হাজারও শহীদের তাজা লাশ।
স্বাধীনতা সেই লাল সবুজের
মানচিত্রে আঁকা একটি দেশ।
যার প্রতি রয়েছে আমাদের
অসংখ্য ভালবাসার প্রয়াস।