শবে কদর রাতের আলোর ঝলকানি,
আল্লাহর রহমতের ব্যাপ্তি, যেন আকাশের আলোকমনি।
ফজিলতে ভরা,রহমতে ঘেরা,
শবে কদরের এই রাত্রি সর্বসেরা।
এই রাতে দোয়া,প্রার্থনা, আত্মপ্রকাশ
যা মুমিনের মনে জাগায় মহাবিশ্বাস।
এরাতে নাযিল হলো কুরআনের আলো,
ভালোবাসার অশ্রু জলে মুছে দেয় জীবনের সকল কালো।
আল্লাহর ইচ্ছায় জীবন হয় পূর্ণশুদ্ধ,
এ রাতে মুমিনের পাপ মুছে হয়ে যায় দৃঢ়।
আল্লাহর দয়ায় জীবন হোক পবিত্র ও সমৃদ্ধ,
শবে কদরের রহমত, তৃষ্ণায় নেমে আসুক সিক্ত।
খোদার কাছে এ রাত হলো অনেক দামি,
মমিন তুমি রহমত বরকতে হয়ে ওঠো ধনী,
শবে কদর রাতে মুমিনের মুখ হোক উজ্জ্বল।
আল্লাহর দয়ায় জীবন হয়ে উঠুক ঝলমল ।