সবুজ শ্যামলা এই ভূমিতে
রইবো আমি আয়েশ করে
একতারা তে বাঁধবো গান
নতুন সুর দিয়ে -
বর্ষা দিনে ভিজবো আমি
নিম পাতা গায়ে।
ধানসিড়িতে বাধবো ঘর
করই পাতা দিয়ে -
ঝড়ের দিনে আম বাগানে
কুড়াবো আম মস্ত ঝুড়িতে,
বসন্তের নতুন সাজে-
সাজবো আমি আবির দিয়ে
সূর্যিমালা দেখব আমি
দূরবীনে চোখ রেখে-
বিশ্বটাকে পাল্টে দেব
নিজের মতো করে।