একা একা বসে আমি ভাবছি যে নিরালায়,
হতাম যদি বাতাসি পাখি উড়ে গিয়ে ছুতাম আমি
সেই মদিনার ই মাটি।

নবী তোমায় হাজার সালাম দিতাম আপন মনে
গাইতাম গজল আপন সুরে রওজার ই পাশে।

অন্ধকারে আলোর বাণী তুমি মোদের দিলে
তোমায় পেয়ে ধন্য মোরা দোজাহানের তীরে।

রোজ হাশরে নবী তুমি করো মোদের শাফায়াত
তোমার কাছে এই মিনতি করছি যে দিনরাত।

ওগো নবী শোনো তুমি এই অধমের দরুদ
রোজ হাশরে করো পার পুলসিরাতের পুল,

নবী তোমায় হাজার সালাম হাজারো লক্ষ দরুদ
খোদার কাছে বলব আমি, মোরা তোমার উম্মত।