জীবন আমায় দিচ্ছে তাড়া
          বাঁচতে হবে একা একা..

সঙ্গী হয়ে পাশে এসে
      দিবে  না  তো কেউ..
           মায়ার ছায়া ,

        হয়তো হঠাৎ আসবে কেউ
সঙ্গী হয়ে  পথের  ঢেউ..

         সেও যাবে দিনশেষে,
অপেক্ষায় আমাকে রেখে...

      দিবে না বিদায়,না জানিয়ে
পথের মাঝে একা রেখে....

এইতো জীবন পথে পথে
       সঙ্গী ছাড়া চলছে দূরে..