চেয়ে চেয়ে থাকি, মুক্তির অপেক্ষায়
মিলবে কী সেই মুক্তি,আজও অজানায়
পথে পথে হারিয়ে যাই মুক্তির দিশায়
তবে কী ছুবে সেই মুক্তি আমায়।
হাজারো কষ্ট, হাজারো কান্না বুকে চেপে শুধুই মক্তির অপেক্ষায়।
উঠল জেগে বীর বাঙ্গালী দিল স্লোগান,
সোনার এ দেশ করব স্বাধীন,
ঝরালো রক্ত, গড়লো এ দেশ
স্বাধীন আমার বাংলাদেশ।
উঠল সূর্য নতুন দিগন্তে,
ভাঙ্গলো হাজারো কষ্ট একে একে
পেলাম মুক্তি অবশেষে।