চিরল বিরল পথের কোনায়
মাঠ পেরিয়ে যাই।
হাঁটতে হাঁটতে যেন আজ
অচিনপুরে যাই।
হঠাৎ করে দেখছি নিচে
পায়ের সঙ্গে মিশে গেছে
ধুলো বালির স্বাদ ।
পথের পাশে ইটের কণা
দিচ্ছে টোকা পায়ের তলা,
তবুও আমি হাঁটছি যে আজ,
ধুলো পায়ে যাচ্ছে যে আজ !
কেবলমাত্র স্বপ্ন নিয়ে
দিচ্ছি পারি মেঠো পথে ।