ব্যাকুলতাই কাঁদছে মন
চাইছি পথের দিশা ।
হারিয়ে যাবার স্রোতে আজ
খুঁজেছি যেনো উষ্ণতা।
পড়ন্ত এই দুপুর বেলায়
চাইছি মেঘের আভাস,
কিন্তু হাই ! মেঘ যে নাই
আছে কেবল ছাতা।
মেঘের আশায় পথে পথে
থমকে দাড়াই ধীরে ধীরে।
কিন্তু মেঘ! পাইনা কোথাও
পাই কেবল মরীচিকা।
এবার না হয় কিনবো মেঘ
জমানো কড়ি দিয়ে,
মেঘে মেঘে হারিয়ে যাব
দূর আকাশের তীরে।
বৃষ্টির জোয়ারে ভাসিয়ে দিব
আমার ছোট বাগিচা,
বাতাস তখন দিবে আমায়
নিস্তব্ধ পাহারা।
মেঘের উপর চড়ে আমি
দিব আকাশ পাড়ি,
পাখির ডানায় লিখে আসবো
উড়তে আমিও জানি।
তবুও ভাই মেঘ যে চাই
এই বললাম একে।
লেখক: আব্দুল্লাহ মাসুদ
ঠিকানা: ভাটিকাশর,ময়মনসিংহ
ইমেইল: abdullahalmasud7878@gmail.com