কাজল রেখা ঐ দুটি চোখে
পাগল হয়েছি যে আমি অবশেষে।

আজব এই দুনিয়াতে,
খুজি তোমায় প্রতিটি হাওয়াতে।

তোমার ঠোঁটের কোনায় হাসি,
বাঁচায় আমায় একশ শতাব্দী।

তোমার কানের দুল,
মন আমার,খোজে তোমায়
একূল থেকে ওকুল।

তোমার আলতা পায়ে,নূপুর
বাজায় আমার মনে যেন
একতারার সুর।