রূপকথার রাজ্য ঘিরে
সাজাবো আমি তোমায় নিয়ে।
ফানুস দিয়ে সাজাবো আকাশ
তোমার ইচ্ছা জুড়ে,
কুঁড়েঘর সাজাবো আমি
চন্দ্র প্রভা দিয়ে।
হারাবো আমি তোমায় নিয়ে,
অন্য এক অজানা দেশে
তুমি শুধুই রবে,আমার প্রতিটি
নিঃশ্বাসের কোণে,
এই মনে জমাবো প্রেম
শুধুই তোমার পানে।
তা নিয়ে বাঁচবো আমি অচির এক গৃহে
তোমায় নিয়ে বাঁধব আমি শত শত আশা
আশায় আশায় মিলিয়ে নিবো
আমাদের এই ভালোবাসা।