প্রকৃতি যেন আজ নিঃশব্দ
অন্ধকারে সবই হয়ে গেছে পরিপূর্ণ।  
চাঁদটাও নেই যেন আর আকাশে,  
অন্ধকারে আলো সব হারিয়ে।

পথগুলো চেয়ে আছে পথিকের অভাবে,  
ল্যাম্পপোস্ট দাঁড়িয়ে আছে নির্বাক, অবাকে।
কোথাও নেই, কেউ নেই, দূরের পথে,  
বার্তা ভেসে আসে জোনাকির কানে।

দিন সব যায় কেটে, মনের গহীনে,  
একা একা পথ সব পাড়ি দিয়ে কিভাবে?  
অন্ধকারের মাঝেই, খুঁজে দেখি চলো!  
পথশেষে পাব ঠিকই,চাঁদের আলো।