জীবন নামক পথের পাশে
হাঁটছি আমি একাধারে
নিত্যনতুন স্বপ্ন নিয়ে
সাজাই আকাশ মুক্তা দিয়ে
জীবন যত জটিল হবে
ভরসা আমার বৃদ্ধি পাবে
অন্ধকার রাতের শেষে
ভোরের আলো ফিরে আসে
কষ্ট যখন পাহাড় ছুবে
সুখ তখন ধরা দিবে
হতাশা যখন আকাশ ঘিরে
বৃষ্টি তখন, ঝরবে পড়ে
বিপদ যখন আসবে তেড়ে
শক্ত হাতে দিব ঠেলে
জীবন নামক নদীর তীরে
বাইব নোঙর, মাঝি হয়ে
পথগুলো সব পাড়ি দিয়ে
যাব আমি খোদার কাছে