প্রকৃতির রঙে আঁকা ছবি
ফাল্গুনের হাওয়ায় সাজে পৃথিবী।

মধুর গানে বেজে ওঠে সুর
প্রেমের টানে মন দুলে একুল ওকুল।

ফাল্গুন আসে বাতাসে ভেসে
রূপের মায়ায় বসন্ত হাসে।

নতুন প্রেম জাগায় মনের দুয়ারে
মাঝি নাউ বায় অচিন তীরে।

আকাশে শ্বেত পাখি উড়ে খুশিতে
স্বপ্নের ঘর বাঁধে,গাছের ডালে।

নতুন জীবন নতুন আশায়
ফাল্গুন সাজাই ভালবাসায়।