প্রকৃতির কোলে শৈশব গড়ে
দুই বন্ধু ছুটে চলে একই পথে।
পথে পথে স্মৃতি ঘেরা
হাসি খুশি আর মায়ায় বাঁধা।
দুই বন্ধু,
গ্রামের মিঠু পথে হেঁটে
পাড়ি দেয় ঝলমল,সকাল শেষে।
সাইকেল প্যাডেলে,ছুটে চলে তারা
পথের প্রতিটি মোড়ে খুঁজে তারা নতুন সারা।
শৈশবের স্মৃতিতে, কৈশোরের গান
হয়তো এখন বদলেছে এ জীবন-প্রাণ।
কিন্তু যাইনি হারিয়ে সেই সঙ্গ
যেখানে মিলে আছে হৃদয়ের বন্ধুত্ব।
দুই বন্ধু,
বিশ্ববিদ্যালয়ে বাড়ালো পা
নতুন সব অধ্যায়,অচেনা এক জায়গা।
কিন্তু পুরানো সেই রাস্তায়
আজও যেন সুখ ছড়ায়।
জীবন তো চলেছে সামনের দিকে
আজীবন মনে রাখিস এই বন্ধুটাকে।
জীবনটা কেটে গেল যেন একই পথে
হয়তো জীবনের সংজ্ঞা একেই বলে।