জীবন আমার বয়ে চলে,
অজানা একপথে।
অন্ধকারের কোনায় এসে,
কেবলই সুখ খোঁজে।
স্বপ্ন আমার ভেসে আসে,
অচেনা হাত ধরে।
জীবন তখন হেসে বলে,
থাকবে কি চিরকাল !
আমার হয়ে?
অসীম দূরত্বে এই জীবন বাধা,
খুঁজে সব সময়
এই জীবন আমার,
অচেনা কোন গোলকধাঁধা।