ঝিরিঝিরি এই মুষলধারে
জানালার পাশে একা দাঁড়িয়ে,
রূপালী পাতায় স্বপ্ন বুনে
দিচ্ছি, উড়িয়ে মেঘের কাছে।
যেমনি করে বৃষ্টি নামে
তেমনি করে নদী হাসে,
হঠাৎ করে সূর্যি মামা, চেয়ে বলে
চাঁদের কাছে,
দিবে না কিরণ প্রভাতের আলোতে।
মেঘের কাছে একটু চেয়ে,
রংধনুতে রঙিন হয়ে, চাচ্ছি হঠাৎ উড়ে গিয়ে,
সূর্যি মামার কাছে গিয়ে,
আনবো কিরণ পয়সা দিয়ে !