কষ্টগুলো জমিয়ে রেখে
দিলাম সাগর পাড়ি।
দূর আকাশে ভাসিয়ে দিলাম
মনের কষ্ট সবই।

দিন কেটে দিন যাচ্ছে বসে
পথ হারানো সব গল্প নিয়ে।
আকাশ কুসুম ভেবে ভেবে
সময় সব যাচ্ছে হারিয়ে।

ঘুম আসে না রাত্রির  কোলে
অশ্রু ভেজা দু নয়নে।
নিঃশব্দে কাঁদছে এ মন
অশ্রু জলে ভাসছে এ বহন।

রাতের আঁধারে কষ্টের ছায়া
হৃদয়ে লিখে যায় নির্জন নীরবতা।
হঠাৎ বাজে বিষণ্ণতার এক সুর
যাতে হারায় পথিকের দুকূল।