আজ বাংলার বাতাসে বাজে
নতুন দিগন্তের সুর।
মাঠে-ঘাটে ফুটে ওঠে
হাজারো পদ্ম গোলাপ ফুল।
শিল্পের রঙে রাঙানো হাতে
সমৃদ্ধ এই সংস্কৃতি।
ইতিহাসে তা বেঁচে থাকবে
হাজারো শতাব্দী।
ঝিলমিল জলে সোনালী রবি
বাঁশির সুরে বাজে মধুর গীতি
উৎসবে মেতে ওঠে বাংলার গান
ঐতিহ্য তুলে ধরে সুখের আহ্বান।
রক্তে ভেজা শহীদের দীর্ঘ ইতিহাস
এ জাতি লিখে রাখবে তা বুকের ডান পাশ।
শহীদ আবু সাঈদ আর মুগ্ধের কথা
বীরের নামের পাশে,লেখা থাকবে তা।