সন্ধ্যা তারার ছায়ায়
পথগুলো সব দুলে দুলে যায়।
দূরের সেই পাহাড়ের উঁচুই
জীবনের গল্প আজও কথা কয়।

জীবনটা যত গেল দৈর্ঘ্যের সময়
পথটা রেখো মনে,করো না ক্ষয়।
আলোকিত ভুবনে প্রতিটি সময়
দিয়ে যায় প্রেরণা,নতুন সূর্যোদয়।

আকাশের দিকে তাকিয়ে
নিজেকে দেখো জয়ের শিখরে।
আজ তুমি দাঁড়িয়ে মাটির উঁচুতে
সফলতা নিবে তোমায়,পৃথিবীর জয়গানে।

অন্ধকারে কখনো,ভুলে যেও না পথ
বিশ্বাস দিবে তোমায় বিজয়ের সুখ।
চেষ্টায় বাজে বাঁশি, বকুলের ফুল
আত্মবিশ্বাসে হয় জয়ী,মানে না কোন ভয়।

সময়ের যত্নে গড় নিজেকে,
প্রতিদান দিবে তোমায় সময়ের ব্যবধানে।
চেষ্টায় গড় জীবন তৈরি কর নিজেকে,
হয়তো তোমার সিদ্ধান্তে পাল্টে দিবে,আগামীর বিশ্বটাকে।