বাংলা আমার জন্মভূমি
বাংলা আমার প্রাণ
বাংলা আমার শ্বাস-প্রশ্বাসে
ভালোবাসার নাম।
বাংলা আমার মায়ের দেয়া
একখণ্ড সবুজের নাম।
বাংলা আমার রক্তে মিশা
এক মহাকাব্যের নাম।
বাংলা আমার একাত্তরের
মহাবীরের সংগ্রাম।
বাংলা আমার ২৪ এর
ছাত্র জনতার ডাক।
বাংলা আমার স্বাধীনতার
এক মহা ইতিহাসের নাম।