তোমাকেই ভালোবাসি এ জনম ভর,
শতরূপে শতগুণে পাগল করলে আমায়
আজকের এই সময়।

ভালোবাসার এই নদীতে, মাঝি হইলাম
আপন মনে।
গাইলাম গান নদীর জোয়ারে,
হৃদয়ের স্রোতে, মন শুধু তোমাকেই খুজে।

তুমি যখন থাকো আশেপাশে
গোধূলি আলো ছড়িয়ে পড়ে আমার চারপাশে।
বাতাসে আজ ভেসে আসে তোমার ঘ্রাণ
যা আমার মনে সাজায় গোলাপের বাগান।

মেঘ আজ গায় আমাদের ভালোবাসার জয় গান
বৃষ্টি হয়ে ঝরে জানায় সুখের আহ্বান।

তুমি আমার হৃদয়ে নীরব ভালবাসা
তোমায় নিয়ে কল্পনাতে সাজাই আমি
হাজার শত তারা।

তুমি আমার আঁধার রাতের আলো,
জমে থাকা শত কোটি ভালোবাসা
তুমি আমার অভ্রনীলে,
শত কোটি মেঘের বেঁচে থাকার আশা।