তোমার শূন্যতায় সৃষ্ট বিদ্বেষ
যেন,
আমার বুকের ক্যান্সার,
না পারি তা উপশমিতে,হে উন্মেষ  
না পারি টানিতে উপসংহার

কভু ছায়াময়,এলোকেশে ঝড়
আমাকে করে উন্মাদ,
কভু মায়াময় সিক্ত দু'চোখ
আমাকে করায় আহ্লাদ,

সে দু'কপোলের ঢেউয়ের তালে
স্থীর রাখিবো কিভাবে নিজেকে
সে হাসির মর্মোদ্ধারে ব্যার্থ কবি
আপন করে লয় তার অদৃষ্টকে,

আর নাহি পারি একা থাকিতে
হে মৃণালিনী,অপ্সরী,ঐশ্বর্যশালীনী
উদ্ধার করো আমায়।

তোমার শূন্যতায় আমার গভীরতা
বেড়েই চলেছে অবিরাম,
উদ্ধার করতঃ আমায় বাচিও
তোমার আয়ু পরিমান।