তাকে কাছ থেকে দেখা আমার যৌবনের আকাঙ্ক্ষা,
আমি তার জন্য অপেক্ষা করতে করতে,
একটি একটি করে যুগ পাড়ি দিচ্ছি,
তার দেখা পাচ্ছি না।
আমার চুল পাকছে,ঘন থেকে পাতলা হচ্ছে,
বেটা বজ্জাতের অপেক্ষায় থাকতে থাকতে,
দাত পরে যাচ্ছে,খেতে কষ্ট হচ্ছে,
পৃথিবীর কাছে বোঝা হয়ে যাচ্ছি,
তবুও তার আসার নাম গন্ধ নাই।
শেষে যেদিন ছোট ছেলে লাথি দিয়ে কোমড়টা ভেঙে ফেললো,
অবশেষে সেদিন অর্থোপেডিক্স বিভাগের এর বারান্দার জানালা দিয়ে একটা শমনপত্র পেলাম।
মৃত্যুদেবতার টনক নড়েছে তাহলে,অন্তত একটা ভরসা পেলাম।
হাড়-হাভাতে হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করেছি,
একটা লাথি খেয়ে যৌবনের আকাঙ্ক্ষা পূর্ন করার জন্য।