আমি রৌদ্র শোষন করি,
শক্তি যোগাবার দায়
আর আত্মশুদ্ধি করি
কলুষিত মনের খর্বকায়
জাতির ক্যানভাসে
দেখো তারই নাম
অপঘাতে মৃত্যু
যার শীর্ষ শিরোনাম
প্রতিষ্ঠায় নিজ সত্যব্রত
নাহি ডরিবে,
যতই হও পরাহত
দিশাহীন সমস্ত কর্ণধার
করিবে তাদের হতে দেশোদ্ধার
অপ্রকৃতস্থ প্রতিটি বিশ্বাস
চাহি না আমি তাদের
পুরোনো মরীচিকার আশ্বাস