যে অনুভূতি গুলো সজ্ঞায়িত হয়নি
সৃষ্টিলগ্ন থেকে,
যে উপলব্ধিগুলো বিশ্লেষণ হয়নি
মনন সভ্যতার জন্ম থেকে
যা ছিলো চির অমীমাংসিত আকর্ষণ
তোমার পবিত্র ঐ দু'চোখের প্রতি।
কোন সে মায়ায় বেধেছো আমায়
তোমার মোহের নিরবিচ্ছিন্ন আকুলতায়।
ঐ গোলাপ পাপড়ি ওষ্ঠে আমার
হৃদয় কেনো পড়োনি,
তা তে যে লিখা ছিলো তার নাম
যে আমার হৃদয়ে আধার খুনি।
আমিও ছাড়িনি আশা,
যত ছিলো মোর ফিকে হয়ে যাওয়া আকাঙ্ক্ষা
তোমার মায়া নন্দন দৃষ্টিতে,
তা করে দিও রঙিন সর্বাপেক্ষা।