আজ হিসেব করে দেখতে ইচ্ছে করে
আমার মোট কয়টা ভাই বোনের লাশ
মৃদু কম্পনরত অবস্থায় গড়াচ্ছে,
আজ আমার আকাশটা অনেক ছোট
অজান্তে বেরিয়ে যাচ্ছে কয়েকটা ছোট ছোট দীর্ঘশ্বাস
পাথর-কঠিন বুকটা টুকরো টুকরো হয়ে যাচ্ছে।
আজ মানবতা জারজ সন্তান
আজ কোনো সমাজসেবক নেই,
আজ কোনো বিদ্রোহী নজরুলও নেই,
আজ সবাই নিদ্রিত
আর আমার ভাই নিপীড়িত।
অদ্য কাল,
ছুয়ে দেখতে মন চায় বিধাতার আসন,
সেই আসনও কি কম্পনরত,
আমার ভাই-বোনের লাশগুলোর মতো।