জীবনের সব স্রোত যেন মিশেছে কোনো ত্রিমাত্রিক মোহনায়,
যেখানে প্রেম নদীর উৎস হৃদয়,রক্তলাল পানিতে নিজেকে সমর্পিত করেছে প্রেমিকা,
তার আবেগ আমার অনুভূতিবোধের বাইরে,
কোনো এক ঘোড়সওয়ারীর চাকায় পিষ্ট আপেলের ন্যায় আমার স্তব্ধ বিশ্বাস।
হাওয়ায় মৃদু দুলে ওঠা পাতারা এভাবে ডুকরে কেদে ওঠে কেন,
নিশুতি জাগিবার আগে,
ভোর হবে কি হবে না তার সিদ্ধান্ত নিতে পারে না আকাশ,
নক্ষত্রের মৃত্যু হয়,মৃত্যু হয় গ্রহ উপগ্রহের।
সময় অতীতে,ভবিষ্যতে ভ্রমণ করেও বর্তমান খুঁজে পায় না,
মন কোনো এক একলা যুবকের নীরব কান্নার জল খুঁজে পেলেও কারণ খুঁজে পায় না,
আকাশ বিহারে উড়িয়ে দেয়া চিঠি সবার কাছে পৌঁছালেও প্রাপকের কাছে পৌছায় না,
পৌছায় না কোনো বার্তা হোক সে ঈশ্বর কিংবা প্রেমিকার,
পাওয়া না পাওয়ার এমন দ্বন্দ্বে নিজেকে খুঁজে না পাওয়া যুবক টি আজ এই কবিতা খুঁজে পেয়েছে,
শীতল স্নায়ুচাপে কিছু ভাবনা,সমর্পিত করতে পেরেছে।