নত করিয়া শির
কেনো বসিয়া আজ এ সময়,
জাতির ভবিষ্যৎ যেন ঘোর মসীময়
বল বল,
          হে অকালকুষ্মাণ্ড বীর।

আজ ভুলে যাই ইতিহাস মোরা বারবার
ভুলে যাই কথা,
                 রিপুবিনাশের পতিত আত্মার,
কাল প্রহরে তোমারও অবদান
করিবে তা নিয়ে সীমাহীন প্রহসন

জাতি আজ বিধস্ত হাতে করে
অমরাবতীর অনুসন্ধান।
    তুমি কিনা সেই হাতে দাও
মিথ্যের বেড়াজালে
       সত্যের অন্তর্ধান।