আমি সত্ত্বাগত মানুষ কিংবা ঈশ্বর যাই হই না কেন,
রয়েছে মানুষ এবং ঈশ্বর উভয়কেই ব্যবহার করার অধিকার,
মায়ার অধিকার।
আমার দৃষ্টি অন্তরিক্ষে,চিন্তা অসীমে,মনন সতত নির্মল,
এই অধিকারের সীমা মায়ায়,
গগনরাজ বিহঙ্গের প্রতি,
জলরাজ,বনরাজ,ভূমিরাজদের প্রতি,
যাপিত জীবন কারাগার,
মায়াবী কারাগার।
পৃথিবীর অতীত-ভবিষ্যতের প্রতিটি আত্মা জীবিত,
তারা জীবিত শুধু মায়াদেবের প্রতি কৃতজ্ঞতা জানাতে,
বদলা নেয়ার এই বাস্তবতা অতি সীমিত,
পৃথিবীর সকল চিন্তা সীমাবদ্ধ এই মায়াতে।
মায়াকয়েদি আত্মা,চিন্তা ও আবেগ ঈশ্বর প্রতিষ্ঠার আন্দোলনে দুর্নীতির অভিযোগ তোলে,
ঈশ্বরের অস্তিত্ব সংকটে ভুক্তভোগী মায়াবী আন্দোলনকারীরা অস্বীকার করতে পারে না,
কয়েদিরা ঈশ্বর কে লালন করে,ধারণ করে,
প্রতিষ্ঠার প্রচেষ্টা করে না।
একক মায়ায় ঈশ্বর,আমি ও আমার গন্তব্য আবদ্ধ,
সম্প্রতির মায়ায় কারাবদ্ধ,
এ উদ্বাস্তু শিবির হতে একমাত্র
মায়ামুক্তির পথ মৃত্যু।
মৃত্যু ই জন্ম,
দাসত্বমুক্ত ঈশ্বরজন্ম।