কোকিল আর কাশফুলেই কি শুধু বসন্ত?
এ ধারণা কত কৌশলে যে বন্ধ করে দেয়
বয়ষ্ক কিশোরের আর্তচিৎকার,
দৃষ্টি পরম শূন্যে তুলে নির্বিকার।
স্তব্ধ করে দেয় ছুটে চলা
মনের গতি আর তাল
যা কি না ছড়িয়ে যেত,
দিগন্ত
সীমান্ত,
পরিশ্রান্ত বিকেল।
দৃষ্টিনন্দন সাদা কাশফুলের চেয়ে
বয়ষ্ক কিশোরের কম্পিত চোখের মায়া
আর,
গায়িকা কন্ঠে কোকিলের সুরের চেয়ে
বয়ষ্ক কিশোরের আর্তনাদ,
বড়ই মায়ার।
এ সময় মাছির ছোটার গতি বাড়ে,
বাড়ে মশার সংখ্যা,
জাগে রমনীর প্রতি বয়ষ্ক কিশোরের
পবিত্র কাম আকাঙ্খা।
সেই বয়ষ্ক কিশোরের কসম,
এই বসন্ত সবার,
কোকিলের লয় আর
সাদা কাশফুলের ঢেউয়ে
চাপা আর্তনাদও বসন্ত,
ঘোর লাগা বসন্ত।