এক দ্বান্দ্বিক সিদ্ধান্তের খুব পাঁড় ঘেষে দাড়িয়ে আমি প্রবল বিশ্বাসের সাথে ঈশ্বর কে ডাকছি,
শুধুমাত্র তুমিই জানো আমার নেয়া সিদ্ধান্তটি শতভাগ ভুল,
এই নির্ধারিত ভুল,
এর মাঝে কেউ কোনো দিন,
কেউ কোনো কালে খুঁজবে না,
ক্ষতবিক্ষত পাতার আড়ালে তোমার নামে ফোঁটা,
"বাদল দিনের প্রথম কদম ফুল"
অথচ ভালোবাসার নামে বিপ্লব করতে,করতে
মরতে বসা সৈনিকটির মনে কোনো দ্বন্দ্ব নেই,
স্পষ্ট সাবলীল স্বাধীন সিদ্ধান্ত,মৃত্যুই তার ভালোবাসা।
ঈশ্বর,প্রেমিকা ও বিপ্লবের মৌলিক আবেদন,প্রেম।
নিরবিচ্ছিন্ন ইবাদত,অনুভূতির লালন কিংবা জমাট রক্ত গোলাপ,
সমন্বিত এক ভালোবাসা,
অবিশ্বাসীদের কাতার থেকে উঠে আসা এক নীরব চরিত্র,আমি।
ভালোবাসতে শিখেছি।
একটি টকটকে রক্ত-সতেজ গোলাপ তোমাকে এনে দিতে পারিনি,
আর কতটা রক্ত ঢেলে আমি সতেজ করবো গোলাপ?
এর চেয়ে লাল তো গোলাপ হয় না।